ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

সপরিবারে করোনাক্রান্ত সাংবাদিক আবেদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২০ জুন ২০২০

সাংবাদিক আবেদ খান

সাংবাদিক আবেদ খান

সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান। আজ শনিবার তার স্ত্রীসহ পরিবারের ছয় জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত কয়েকদিন ধরে তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে শনিবার (২০ জুন) পজিটিভ রিপোর্ট আসে। রাতে সাংবাদিক আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দিই। আজ জানতে পারলাম করোনা পজিটিভ।

সাংবাদিক আবেদ খান বলেন, তিন মাস বাসায় ছিলাম। অথচ আমি, আমার স্ত্রীসহ পরিবারের ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি, তবে শরীরে একটু একটু জ্বর আছে। সব নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করছি। এসময় তিনি পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, কোভিড-১৯ রোগে আক্রান্তরা হলেন- সাংবাদিক আবেদ খান, তার স্ত্রী, তাদের ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীসহ মোট ছয় জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি